Logo
Logo
×

আন্তর্জাতিক

ট্রাম্প প্রশাসন ভুল হিসাব করছে, কেন বললেন এরদোয়ান

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০২৫, ১২:২৫

ট্রাম্প প্রশাসন ভুল হিসাব করছে, কেন বললেন এরদোয়ান

মধ্যপ্রাচ্য নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ‘ভুল হিসাব’ করছে বলে মন্তব্য করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। দেশটির উদ্দেশে তিনি বলেছেন, ইহুদিবাদী মিথ্যাচারে কান দিলে সংঘাতই কেবল বেড়ে চলবে। 

মালয়েশিয়া, ইন্দোনেশিয়া ও পাকিস্তান সফর শেষে ফেরার পথে সাংবাদিকদের এ কথা বলেন এরদোয়ান। 

ফিলিস্তিনের বাসিন্দাদের সরিয়ে ফেলে ওই ভূখণ্ডের দখল নিতে ট্রাম্পের পরিকল্পনা প্রত্যাখ্যান করেছে তুরস্ক। এ ছাড়া গাজায় ইসরাইলের আক্রমণকে গণহত্যা বলেও অভিহিত করেছে আঙ্কারা। ইসরাইলের বিরুদ্ধে আন্তর্জাতিক ব্যবস্থা নেয়ার আহ্বান জানিয়েছে।

এরদোয়ান বলেন, ‘দুর্ভাগ্যবশত, যুক্তরাষ্ট্র আমাদের অঞ্চল সম্পর্কে ভুল হিসাব করছে। তাদের এমন কোনো বিষয়ে জড়িত হওয়া উচিত নয়, যা এই অঞ্চলের ইতিহাস ও মূল্যবোধকে উপেক্ষা করে।’

তিনি আরও বলেন, তিনি আশা করেন ট্রাম্প নতুন সংঘাত সৃষ্টি না করে শান্তির জন্য পদক্ষেপ নেয়ার বিষয়ে তার নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেন।


Logo

অনুসরণ করুন