Logo
Logo
×

আন্তর্জাতিক

‘মানুষ’ হিসেবে স্বীকৃতি পেলো পর্বত

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩১ জানুয়ারি ২০২৫, ০১:৫৯

‘মানুষ’ হিসেবে স্বীকৃতি পেলো পর্বত

ছবি: সংগৃহীত

পর্বত কীভাবে মানুষ হিসেবে স্বীকৃতি পায়? অদ্ভুত শোনালেও নিউজিল্যান্ডের মাউন্ট তারানাকি পর্বতটিকে আইনিভাবে একজন ‘মানুষ’ হিসেবে স্বীকৃতি দিয়েছে দেশটির সরকার।

আজ বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, তারানাকি মাউঙ্গা নামে পরিচিতি পাওয়া এই পর্বতকে স্থানীয় মাওরি জনগোষ্ঠী বরাবরই তাদের পূর্বপুরুষ হিসেবে ভেবে এসেছে। কিন্তু অষ্টাদশ এবং ঊনবিংশ শতকের উপনিবেশকারীরা তাদের কাছ থেকে এই পবিত্র ভূমি কেড়ে নিয়েছিলো।

অবশেষে, নিউজিল্যান্ড সরকার একটি নতুন আইন পাস করে এই পর্বতকে সম্পূর্ণ মানবিক অধিকার ও দায়িত্ব প্রদান করেছে। নতুন আইন অনুযায়ী, তারানাকি মাউঙ্গার মানুষ সত্তার নাম দেওয়া হয়েছে ‘তে কাহুই তুপুয়া’। আইনিভাবে এখন এই পর্বত ও তার আশপাশের ভূমিকে একটি জীবন্ত ও অবিভাজ্য সত্তা হিসেবে গণ্য করা হবে।

Logo

অনুসরণ করুন