Logo
Logo
×

আন্তর্জাতিক

চিন্ময় দাসের জামিন নামঞ্জুর প্রসঙ্গে কী বলছে ভারত

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৪ জানুয়ারি ২০২৫, ০৩:১৩

চিন্ময় দাসের জামিন নামঞ্জুর প্রসঙ্গে কী বলছে ভারত

চিন্ময় কৃষ্ণ দাস। ছবি: সংগৃহীত

বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের জামিন আবেদন গতকাল বৃহস্পতিবার খারিজ করে দিয়েছেন চট্টগ্রাম আদালত। আজ শুক্রবার (০৩ জানুয়ারি) এ বিষয়ে মুখ খুলেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।

এদিন দিল্লিতে এক সংবাদ সম্মেলনে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, আমরা আগেও বলেছি, এখনো বলছি। বাংলাদেশে যে ধরনের কর্মকাণ্ড চলছে, সেখানে যাদের গ্রেপ্তার করা হয়েছে তাদের সুষ্ঠু বিচারের সুযোগ পাওয়া উচিত। এটাই আমাদের প্রত্যাশা।

এ ছাড়া শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওই মুখপাত্র বলেন, আমরা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণের বিষয়ে একটি নোট পেয়েছি। এই ঘটনায় আমাদের কাছে কেবলমাত্র এইটুকুই তথ্য আছে।

উল্লেখ্য, জাতীয় পতাকা অবমাননার অভিযোগে রাষ্ট্রদ্রোহ মামলায় গত ৩০ অক্টোবর চিন্ময় দাসকে গ্রেপ্তার করা হয়। এর আগে চিন্ময় কৃষ্ণ দাসের জামিন নামঞ্জুর হওয়া নিয়ে গত বছরের ২৬ নভেম্বর আদালত প্রাঙ্গণে সংঘর্ষ হয়। এ সময় আইনজীবী সাইফুল ইসলামকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়।

রাষ্ট্রদ্রোহ মামলায় জামিন নামঞ্জুর হওয়ার পর চিন্ময় কৃষ্ণ দাসকে ওই দিনই কারাগারে নিয়ে যাওয়া হয়। পরদিন জামিন শুনানির দিন ধার্য থাকলেও আইনজীবী হত্যার প্রতিবাদে কর্মবিরোতির ডাক দিলে আদালতের কার্যক্রম বন্ধ থাকে। পরে আদালত ৩ ডিসেম্বর শুনানির দিন ধার্য রাখে। কিন্তু সেদিন চিন্ময়ের কোনো আইনজীবী আদালতে উপস্থিত না থাকায় আদালত ২ জানুয়ারি পরবর্তী দিন ধার্য করে রাখেন।

Logo

অনুসরণ করুন