কেয়ামত পর্যন্ত জামায়াত কখনো রাষ্ট্রীয় ক্ষমতায় আসবে না: গয়েশ্বর

অনলাইন ডেস্ক
প্রকাশ: ২০ জুলাই ২০২৫, ২০:৩৬

ছবি: সংগৃহীত
জামায়াতে ইসলামী কেয়ামত পর্যন্ত বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় আসতে পারবে না বলে মনে করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।
তিনি বলেন, ‘আমি জানি কেয়ামত পর্যন্ত জামায়াত কখনো রাষ্ট্রীয় ক্ষমতায় আসবে না। অন্য দল আসবে, কিন্তু ওরা আসবে না। এটা শিওর।’
আজ রবিবার (২০ জুলাই) মুন্সীগঞ্জের শ্রীনগরে বিএনপির এক অনুষ্ঠানে যোগ দেওয়ার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই মন্তব্য করেন তিনি।
জামায়াতের সাত দফা প্রসঙ্গে তিনি বলেন, ‘এসব দফা-টফা এর সবই হচ্ছে নির্বাচনটাকে ভণ্ডুল করার জন্য। আওয়ামী লীগ নাই, এ কারণে বিএনপি ক্ষমতায় আসবে এটা তারা সহ্য করতে পারে না।’
মুক্তিযুদ্ধে জামায়াতের ভূমিকার প্রসঙ্গ টেনে গয়েশ্বর রায় বলেন, ‘পাকিস্তানে আন্দোলন যখন হয় তখন ওরা বিরোধিতা করেছিল। আজ পর্যন্ত জামায়াত পাকিস্তানে কখনো আসন পায় নাই। জামায়াত কিন্তু ভারতেও আছে, শুধু বাংলাদেশে না। সে কারণে সাধারণ মানুষের ভাবনা যারা উপলব্ধি করতে পারে না তারা কখনো মানুষের ভাষা না বুঝে তাদের মতলব হাসিল করতে চায়।’
আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের প্রসঙ্গ টেনে বিএনপির এই নেতা বলেন, ‘আওয়ামী লীগের যারা অপরাধ করছে তাদের বিচার হবে, কিন্তু দল করতে পারবে না এটা কেমন কথা হইলো? আর সকল রাজনৈতিক দল ব্যান কইরা কখনো রাজনীতি হয় নাকি? এখন আওয়ামী লীগ নাই, এখন বিএনপি থাকবে না, একাত্তরের রাজকাররা দেশ চালাইবো আর এটা আমরা মানবো? বাইচা থাকতে? অসম্ভব।’