Logo
Logo
×

জাতীয়

সচিবালয় ঘেরাওয়ের হুমকি দিলেন গণ-অভ্যুত্থানে আহতেরা

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০২ ফেব্রুয়ারি ২০২৫, ১৬:২৯

সচিবালয় ঘেরাওয়ের হুমকি দিলেন গণ-অভ্যুত্থানে আহতেরা

বৈষম্যবিরোধী আন্দোলনে আহতেরা সুচিকিৎসা, পুনর্বাসন ও কর্মসংস্থানসহ ৭ দফা দাবিতে রাজধানীর শ্যামলীতে সড়ক অবরোধ করে রেখেছেন। দাবিগুলো নিয়ে আজ বিকেলের মধ্যে কোনো সিদ্ধান্ত না আসলে সচিবালয় ঘেরাওয়ের হুমকি দিয়েছেন তারা।

আজ রবিবার বেলা সাড়ে ১১টার দিকে শ্যামলী শিশু মেলাসহ আশপাশের সড়ক বন্ধ করে দেন তারা। এতে করে মিরপুর রোডের উভয় দিকের পাশাপাশি শ্যামলী থেকে আগারগাঁও সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে ভোগান্তিতে পড়েছেন ওই সড়কে চলাচলকারী যানবাহনের যাত্রীরা।

এর আগে গতকাল শনিবার সন্ধ্যা থেকে একই দাবি নিয়ে রাতভর সড়ক অবরোধ করে রেখেছিলেন তারা।

এদিকে, অবরোধে বিপাকে পড়েছেন রাস্তাটি ব্যবহারকারীরা। আশপাশে বেশ কয়েকটি হাসপাতাল থাকায় চরম দুর্ভোগে পড়েছেন চিকিৎসা নিতে আসা রোগীরা।

পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন আহতদের অভিযোগ, সঠিক চিকিৎসার অভাবে দিনের পর দিন অবহেলায় পড়ে আছে। অনেক আহত আছে যারা এখনও বিভিন্ন এনজিও থেকে লোন তুলে চিকিৎসা করছে। অনেকে নিজের বসতবাড়ি বিক্রি করে চিকিৎসা করাচ্ছে। কেউ তাদের খোঁজ নিচ্ছে না। সুচিকিৎসা, পুনর্বাসন ও কর্মসংস্থান নিশ্চিত না করা পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন।

Logo

অনুসরণ করুন