
ছবি: সংগৃহীত
গুলশান ১ নম্বরে সড়ক অবরোধ করেছেন তিতুমীর কলেজের শিক্ষার্থীরা। আজ শুক্রবার (৩১ জানুয়ারি) রাত ১০টার দিকে প্রায় শতাধিক শিক্ষার্থী গুলশান ১ এর গোল চত্বরে অবস্থান নেন। এতে যান চলাচল বন্ধ হয়ে যায়।
এদিকে, সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিসহ সাত দফা দাবিতে দ্বিতীয় দিনের মতো অনশন কর্মসূচি পালন করতে গিয়ে দুই শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছেন। তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসা দেxয়া হয়েছে।
শুক্রবার সন্ধ্যার দিকে অসুস্থ অবস্থায় সহপাঠীরা ওই দুই শিক্ষার্থীকে ঢাকা মেডিকেলে নিয়ে যান। তারা হলেন- গণিত বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী রায়হান (২২) ও বাংলা বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী রানা আহমেদ (২৩)।
শিক্ষার্থীদের ভাষ্য, তিতুমীর কলেজ পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়সহ সাত দফা দাবিতে অনশন চলছে। দুই শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়লে তাদের হাসপাতালে নেয়া হয়। দাবি না মানা পর্যন্ত অনশন কর্মসূচি চলবে।