প্রধান বিচারপতি-সেনাপ্রধান বৈঠক
প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক পিএসওর

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ৩১ আগস্ট ২০২৫, ১৯:০৩

প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের সঙ্গে বৈঠকে করেছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। রবিবার (৩১ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে প্রধান বিচারপতির গুলশানের বাসভবনে বৈঠক শুরু হয়।
রাজধানীর গুলশান-২ এর ৯৬ নম্বর রোডের ৩ নম্বর বাড়িতে দুজনের মধ্যে বৈঠকটি অনুষ্ঠিত হয়। তবে কোন বিষয়ে আলোচনা হয়েছে, তা জানা যায়নি। বৈঠকের বিষয়ে কোনো পক্ষ থেকে কিছু জানানো হয়নি।
প্রায় একই সময় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছেন সশস্ত্র বাহিনী বিভাগের (এএফডি) প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও) লেফটেন্যান্ট জেনারেল এস এম কামরুল হাসান। রোববার (৩১ আগস্ট, ২০২৫) বেলা সোয়া ১১টার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ বৈঠক অনুষ্ঠিত হয়। তবে কী কারণে এই সাক্ষাৎ সে সম্পর্কে কিছু জানা যায়নি।
উল্লেখ্য, সশস্ত্র বাহিনী বিভাগ সরাসরি প্রধান উপদেষ্টার কার্যালয়ের অধীনে পরিচালিত হয়। এই বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও) তিনটি বাহিনীর কর্মকাণ্ড সমন্বয়সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকেন।