
রাজধানীর উত্তরার এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তে হতাহতের ঘটনায় মঙ্গলবারের (২২শে জুলাই, ২০২৫) এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে। তথ্য ও সম্প্রচার উপদেষ্টাকে এ তথ্য নিশ্চিত করেছেন শিক্ষা উপদেষ্টা।
মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. মামুন অর রশিদ এক জরুরি বার্তায় এ তথ্য জানিয়েছেন।
উত্তরার দুর্ঘটনায় এখন পর্যন্ত ২০ জন নিহত হয়েছে। এর মধ্যে ১৭ জন শিক্ষার্থী। আহত ও দগ্ধ হয়ে চিকিৎসাধীন রয়েছে আরও ১৭১ জন।