৩৬ বাংলাদেশি আটক, তদন্তে মালয়েশিয়াকে সহযোগিতা করবে বাংলাদেশ

অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৫ জুলাই ২০২৫, ২১:৩৮

ছবি: সংগৃহীত
জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে মালয়েশিয়ার আটক হওয়া ৩৬ বাংলাদেশির বিরুদ্ধে তদন্তে মালয়েশিয়া সরকারকে পূর্ণ সহযোগিতার কথা জানিয়েছে বাংলাদেশ। আজ শনিবার (৫ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, গত সপ্তাহে মালয়েশিয়ার কর্তৃপক্ষ অভিযান চালিয়ে ৩৬ জন বাংলাদেশিকে গ্রেপ্তার করে, যাদের বিরুদ্ধে একটি উগ্রপন্থি জঙ্গি আন্দোলনে যুক্ততার অভিযোগ রয়েছে। আটকের পরপরই কুয়ালালামপুরে বাংলাদেশের হাইকমিশন মালয়েশিয়ার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে। বাংলাদেশ আটক ব্যক্তিদের পরিচয় এবং তাদের বিরুদ্ধে আনা অভিযোগ সম্পর্কে তথ্য চেয়ে মালয়েশিয়াকে আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানিয়েছে।
এতে আরও বলা হয়েছে, আটক বা হেফাজতে থাকা ব্যক্তিদের মধ্যে পাঁচজনের বিরুদ্ধে মালয়েশিয়ার আদালতে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করা হয়েছে। বাকিদের বিষয়ে এখনো তদন্ত চলছে কিংবা তাদের মালয়েশিয়া থেকে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে।
পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, বাংলাদেশ সরকার সার্বিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং কুয়ালালামপুরে বাংলাদেশ হাইকমিশন মালয়েশিয়ার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে। প্রবাসী বাংলাদেশিদের প্রয়োজনে বাংলাদেশ হাইকমিশন প্রয়োজনীয় সহায়তা দেবে। বাংলাদেশ আবারও সন্ত্রাসবাদ, সহিংস উগ্রবাদ এবং জঙ্গিবাদের বিরুদ্ধে কঠোর অবস্থান পুনর্ব্যক্ত করেছে এবং এ বিষয়ে মালয়েশিয়ার কর্তৃপক্ষকে পূর্ণ সহযোগিতা দিতে তৈরি আছে।
গত ২৭ জুন মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসুতিওন ইসমাইল ৩৬ জন বাংলাদেশিকে আইএস জঙ্গিগোষ্ঠীর সঙ্গে যুক্ততার অভিযোগে গ্রেপ্তারের তথ্য জানান।
গতকাল মালয়েশিয়ার পুলিশপ্রধান কুয়ালালামপুরে এক সংবাদ সম্মেলনে বলেন, আটক ব্যক্তিরা সবাই মালয়েশিয়ায় কারখানা, নির্মাণ ও সেবা খাতে কাজ করছিলেন। তারা সিরিয়া ও বাংলাদেশে আইএসের কাছে অর্থ পাঠাতেন।