
সুনেরাহ বিনতে কামাল। ছবি: সংগৃহীত
শুটিংয়ের সময় গুরুতর আহত হয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল। আজ বুধবার (২৩ জুলাই) রাজধানীর ফুলার রোডে ব্রিটিশ কাউন্সিল অফিসের সামনে একটি নাটকের দৃশ্য ধারণের সময় এই দুর্ঘটনা ঘটে।
ঘটনার বিবরণ দিয়ে সংবাদমাধ্যমে সুনেরাহ জানান, একটি দৃশ্যে তাকে ঘুরতে হচ্ছিল। সে সময় অসাবধানতাবশত শুটিং ইউনিটের একটি লাইটের স্ট্যান্ডে আঘাত লেগে হোঁচট খেয়ে মাটিতে পড়ে যান তিনি। এতে দুই পায়ের হাঁটুতে তীব্র আঘাত পান, এমনকি হাঁটুর চামড়া ছিঁড়ে মাংস বের হয়ে যায়। রক্তক্ষরণও হচ্ছিল ব্যাপকভাবে।
সুনেরাহ বলেন, শুটিংয়ের সময় পড়ে যাওয়ার পর অনেক রক্ত বের হচ্ছিল, প্রথমে ব্যথা তেমন টের পাইনি। কিন্তু এখন প্রচণ্ড যন্ত্রণা হচ্ছে। যদিও দ্রুত প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
এদিকে, সন্ধ্যায় ফেসবুক পোস্ট করে দুই পায়ের ছবি দিয়ে অভিনেত্রী বলেন, আজ শুটিংয়ের সময় একটি পালানোর দৃশ্য করতে গিয়ে লাইট স্কিমার স্ট্যান্ডে হোঁচট খেয়ে পড়ে যাই এবং হাঁটুতে আঘাত পাই। যদিও খুব গুরুতর কিছু নয় আশা করি।
কাজে ফেরার প্রসঙ্গ তিনি বলেন, আমার জন্য সবাই দোয়া করবেন যেন শিগগির সুস্থ হয়ে কাজ করতে পারি, যাতে ব্যস্ত সময়ের শিডিউল ঠিক রাখতে পারি। আমি চাই না, আমার কারণে কোনো কাজের সমস্যা হোক। আশা করি, পেইনকিলার এই অবস্থায় আমাকে আরাম দেবে।