Logo
Logo
×

সারাদেশ

আজহারীর মাহফিলে পদপিষ্ট হয়ে আহত ৩০

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৪ জানুয়ারি ২০২৫, ১৯:৪৫

আজহারীর মাহফিলে পদপিষ্ট হয়ে আহত ৩০

যশোরের পুলেরহাট এলাকায় আদ্-দ্বীন সখিনা মেডিকেল কলেজ হাসপাতাল মাঠে মিজানুর রহমান আজহারীর ওয়াজ মাহফিলে পদপিষ্ট হয়ে ৩০ জন আহত হয়েছেন। গতকাল শুক্রবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। ঘটনার সময় ওই মাহফিলে বক্তব্য রাখছিলেন জনপ্রিয় ইসলামি বক্তা তিনি।

প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্র জানায়, মাহফিলে প্রবেশের সময় ধাক্কা-ধাক্কির কারণে অনৈকে পদপিষ্ট হয়। আহতদের মধ্যে ৯ জনকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে দুজন নারীও রয়েছেন।

হাসপাতালে ভর্তি নয়জন হলেন- মাইনুল ইসলাম, ওসমান গনি, জিয়ান, মারজান, ইব্রাহিম, মাসুদ, সাইদুল, লাভলী ও আফিফা। 

আহত মাইনুল ইসলাম জানান, রাত ৮টার দিকে তারা মাহফিলে যান। মাহফিল চত্বরে প্রবেশের মূল ফটক বন্ধ ছিল। তারা বাইরে দাঁড়িয়ে মিজানুর রহমানের বক্তব্য শুনছিলেন। হঠাৎ পেছন দিক থেকে ধাক্কা-ধাক্কি শুরু হয়। এতে অনেকেই পদপিষ্ট হন। পরে স্থানীয়রা কমপক্ষে ৩০ জনকে আহতাবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক জুবাইদা ইসলাম বলেন, ওয়াজ মাহফিলে আহত পুরুষদের পুরুষ ওয়ার্ড এবং নারীদের নারী ওয়ার্ডে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।

তিনি বলেন, হাসপাতালে আনার সময় আহতদের মধ্যে পাঁচজনের অবস্থা গুরুতর ছিল। এখন শুধু আফিফার অবস্থা আশঙ্কাজনক, বাকিরা ঝুঁকিমুক্ত।

আদ-দ্বীন ফাউন্ডেশন আয়োজিত তিন দিনের এই তাফসিরুল কোরআন মাহফিল শুক্রবার রাতে শেষ হয়। মাহফিলের শেষদিনে মিজানুর রহমান বক্তব্য রাখবেন শুনে আদ-দ্বীন সখিনা মেডিকেল কলেজ হাসপাতাল মাঠে কয়েক লাখ মানুষ জড়ো হন।

Logo

অনুসরণ করুন