Logo
Logo
×

যাচাই

বিকাশে ২১ ফেব্রুয়ারি উপলক্ষে ২১০০ টাকা বোনাসের বিষয়ে যা জানা গেল

Icon

রিউমর স্ক্যানার

প্রকাশ: ২০ ফেব্রুয়ারি ২০২৫, ১৫:৩৪

বিকাশে ২১ ফেব্রুয়ারি উপলক্ষে ২১০০ টাকা বোনাসের বিষয়ে যা জানা গেল

সম্প্রতি, মোবাইল ফোনভিত্তিক অর্থ স্থানান্তর (এমএফএস) সেবাদানকারী প্রতিষ্ঠান বিকাশ ২১ ফেব্রুয়ারি উপলক্ষে সবাইকে ২১০০ টাকা দিচ্ছে শীর্ষক একটি দাবি ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে। বিশেষত, ফেসবুকে বিজ্ঞাপণের মাধ্যমে এই ধরনের প্রচারণা চালানো হচ্ছে।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ২১ ফেব্রুয়ারি উপলক্ষে বিকাশের পক্ষ থেকে সবাইকে ২১০০ টাকা করে বোনাস দেওয়ার কোনো ঘোষণা দেওয়া হয়নি বরং ভুয়া ওয়েবসাইট তৈরি করে প্রতারণার উদ্দেশ্যে বোনাস প্রদানের এই প্রলোভন দেখানো হচ্ছে।

এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত লিঙ্কটি পর্যবেক্ষণ করলে বিকাশের ডোমেইন লক্ষ্য করা যায়। উক্ত ওয়েবসাইটে প্রবেশের শুরুতে পেজের ভেতরে “২১ ফেব্রুয়ারি মহান মাতৃভাষা দিবস উপলক্ষে বিকাশ দিচ্ছে সবাইকে ২,১০০ টাকা বোনাস” শীর্ষক ঘোষণাটি লক্ষ্য করে রিউমর স্ক্যানার।

পরবর্তীতে ওয়েবসাইটটিতে প্রবেশ করে একটু নিচে স্ক্রল করলেই টাকা পাওয়ার জন্য একটি ফর্ম পূরণ করে জমা দিতে বলা হয়। ফর্মটিতে নাম, জেলা, কতদিন যাবৎ বিকাশ ব্যবহার করছেন মন্তব্য সহ বিভিন্ন তথ্য আবেদনকারীর কাছে জানতে চাওয়া হয়।

রিউমর স্ক্যানার টিমের একজন অনুসন্ধানকারী নিরাপত্তাজনিত কারণে ভুল তথ্য দিয়ে উক্ত ফর্ম পূরণ করে জমা দিলে এটি আরেকটি নতুন পেজে নিয়ে যায়। নতুন পেজের শুরুতেই লেখা থাকে ‘ অভিনন্দন, প্রিয় গ্রাহক! আপনি টাকা বোনাস পেয়েছেন।

আপনি যে বিকাশে বোনাসের টাকা নিতে চান, নিচে সেই বিকাশ নম্বর এবং অন্যান্য তথ্য সঠিকভাবে দিন। আপনার বিকাশ নম্বর অথবা পিন ভুল হলে আপনি বোনাস পাবেন না।’। 

তদন্তের অংশ হিসেবে একটি ভুয়া নম্বর ও পিন ব্যবহার করে পরবর্তী ধাপে গেলে, এটি ‘Sagor Enterprise’ নামে একটি বিকাশ মার্চেন্ট পেমেন্ট গেটওয়েতে নিয়ে যায়।

অর্থাৎ, এই প্রক্রিয়ার মাধ্যমে ব্যবহারকারীদের ব্যক্তিগত পিন নম্বর সংগ্রহ করা এবং বিকাশ অ্যাকাউন্ট থেকে অর্থ আত্মসাৎ করার চেষ্টা করা হচ্ছে।

অতঃপর, বিকাশ এমন কোনো বোনাস দেওয়ার ঘোষণা দিয়েছে কিনা সে বিষয়ে অনুসন্ধান করতে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে গণমাধ্যম কিংবা বিশ্বস্ত কোনো সূত্রে এমন কোনো তথ্য পাওয়া যায়নি।

অর্থাৎ, বিকাশের পক্ষ থেকে ব্যবহারকারীদের জন্য ২১০০ টাকা প্রদানের কোনো ঘোষণা দেওয়া হয়নি।

পরবর্তীতে বিষয়টি অধিকতর নিশ্চিতের জন্য রিউমর স্ক্যানারের পক্ষ থেকে বিকাশ কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করা হলে তারা জানান, “বিষয়টির জন্য আমরা দুঃখিত। কিছু প্রতারক চক্র বিকাশের গ্রাহকদের বিভিন্নভাবে আর্থিক ক্ষতি করার চেষ্টা করছে। অনুগ্রহ করে প্রতারণা এড়াতে কখনই অপরিচিত কোনো ফোন কল কিংবা SMS এর উপর ভিত্তি করে অথবা কারো কথা শুনে লেনদেন করবেন না। আপনার বিকাশ অ্যাকাউন্টের পিন এবং ভেরিফিকেশন কোড (OTP) কখনো কারো সাথে শেয়ার করবেন না।”

সুতরাং, ২১ ফেব্রুয়ারি উপলক্ষে বিকাশের পক্ষ থেকে সবাইকে ২১০০ টাকা করে বোনাস দেওয়ার তথ্যটি সম্পূর্ণ ভুয়া ও বানোয়াট ।-

Logo

অনুসরণ করুন