বাংলাদেশ ভ্রমণে উচ্চমাত্রার সতর্কতা জারি কানাডার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৫, ২৩:৪৯

কানাডার নাগরিকদের জন্য বাংলাদেশ ভ্রমণের ক্ষেত্রে উচ্চমাত্রার সতর্কতা জারি করেছে দেশটির সরকার। রাজনৈতিক অস্থিরতা, অপরাধ ও সন্ত্রাসবাদের ঝুঁকির কথা উল্লেখ করে কানাডা উচ্চমাত্রার সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে। একইসঙ্গে পার্বত্য চট্টগ্রামের তিনটি জেলা—রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানে যেকোনো ধরনের ভ্রমণ এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে।
কানাডা সরকারের ওয়েবসাইটে প্রকাশিত ভ্রমণ সতর্কবার্তায় এই নির্দেশনা দেওয়া হয়। এতে বলা হয়েছে, '২০২৪ সালের জুলাই থেকে বাংলাদেশে সহিংসতার ঘটনায় হাজারো মানুষ নিহত হয়েছে। যদিও এখন পরিস্থিতি তুলনামূলক শান্ত, তবুও হঠাৎ করে সহিংস বিক্ষোভ ও সংঘর্ষের পরিস্থিতি তৈরি হতে পারে।'
ভ্রমণ নির্দেশিকায় 'ঢাকার বিভিন্ন স্থানে, বিশেষত জাতীয় সংসদ ভবন, সচিবালয়, বায়তুল মোকাররম জাতীয় মসজিদ, ঢাকা বিশ্ববিদ্যালয়, মতিঝিল, নয়াপল্টন, পুরানা পল্টন, শাহবাগ, ধানমন্ডি, মোহাম্মদপুর, মিরপুর, উত্তরা এবং কারওয়ান বাজার এলাকায় ভ্রমণকারীদের বাড়তি সতর্ক থাকতে' বলা হয়েছে।
চট্টগ্রাম পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে ভ্রমণ সম্পূর্ণভাবে এড়িয়ে চলার আহ্বান জানিয়েছে কানাডা সরকার। তাদের ভাষ্যে, 'ওই অঞ্চলে রাজনৈতিক সহিংসতা, জাতিগত সংঘাত, অপহরণ, এমনকি মাদক ও অস্ত্র চোরাচালানও ঘটে থাকে।'
তবে কেউ সেখানে যেতে চাইলে কমপক্ষে ১০ দিন আগে স্থানীয় প্রশাসনকে অবহিত করতে হবে পরামর্শ দিয়েছে তারা।
ভ্রমণ নির্দেশিকায়, নারীদের একা ভ্রমণে নিরুৎসাহিত করা হয়েছে এবং রাতে গণ-পরিবহন ব্যবহার না করার আহ্বান জানানো হয়েছে। এ সময় ভ্রমণকারীদের ঢাকা শহরের বাইরে যাওয়া থেকে বিরত থাকতে বলা হয়েছে।
এছাড়া 'সন্ত্রাসী হামলার ঝুঁকি, বিশেষত ধর্মীয় উৎসব ও জনসমাগমে', এখনো বিদ্যমান বলে সতর্ক করেছে কানাডা সরকার। একই সঙ্গে সাধারণ ধর্মঘট ও অবরোধ চলাকালে ভ্রমণ না করার পরামর্শ দিয়েছে তারা।